
সিলেট প্রতিনিধি: সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গলবারের সমাবেশ থেকে কবিতা ও গানের প্রিয় শহর সুনামগঞ্জে ফেরা হলনা পৌর মেয়র আলহাজ্ব আয়ুব বখত জগলুলের। বৃহস্পতিবার সকাল ৯টা রাজধানী ঢাকার বিআরবি হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি রাজেউন)।’
সুনামগঞ্জ পৌর সভার টানা দু’বারের নির্বাচিত মেয়র আয়ুব বখত জগলুলের মৃত্যুর বিষয়টি তার ব্যাক্তিগত সহকারি ও পৌর আ’লীগের সাধারন সম্পাদক সাজিদুর রহমান বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নিশ্চিত করেন।’ মুক্তিযুদ্ধের সংগঠন ও তৎকালীন সময়ে সুনামগঞ্জ মহকুমায় আওয়ামলীগের প্রতিষ্ঠাতা প্রয়াত হোসেন বখত এর সন্তান পৌর মেয়র আয়ুব বখত জগলুল (৫৭) মৃত্যুকালে ১ ছেলে , ১ মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্বীয় স্বজন, গুনগ্রাহি এবং রাজনেতিক সহকর্মী রেখে গেছেন।’
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ সহ সর্বোপরী আওয়ামী পরিবারের সন্তান পৌর মেয়র আয়ুব বখত জগলুল ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে রাজনীতিতে আত্বপ্রকাশ করে সুনামগঞ্জ সরকারি কলেজের জিএস থেকে ক্রমান্বয়ে ভিপি, জেলা যুবলীগের আহবায়ক, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ও টানা কয়েক বছর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্বপালন করেন। তিনি টানা দু’বারের নির্বাচিত পৌর মেয়রের পাশাপাশী আওয়ামীলীগের জাতীয় নির্বাহি কমিটির সদস্য ছিলেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসন থেকে দলীয় মনোনয়ন পেতে গণসংযোগ ও দলীয় ঐক্য ফেরাতে মাঠ পর্যায়ে অবিরাম সাংগঠনিক তৎপরতা চালিয়ে আসছিলেন।’
উল্ল্যেখ যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গলবারের সিলেটের সমাবেশে যোগ দিতে তিনি সর্বশেষ সোমবার জন্মস্থান কবিতা ও গানের শহর আধুনিক পৌর শহরের রুপকার রিভার ভিউর প্রতিষ্ঠাতা জননন্দিত মেয়র সুসামগঞ্জ থেকে সিলেটে যান। সিলেটের সমাবেশ শেষে রাজনৈতিক সহকর্মীদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কাজে যোগ দিতে রাজধানী ঢাকায় তিনি মঙ্গলবার রাতে হোটেল আল ফারুকে অবস্থান করেন।’ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা উনাকে রাজধানীর বিআরবি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তীতে উনার শারীরিক অবস্থার অবনতি হলে সকাল ৯টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয় বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন।’ তার মৃত্যুর খবর খবরে হাসপাতালে তাকে দেখতে ছুটে যান, আওয়ামীলীগের যুগ্ন সমাধারন সম্পাদক মাহবুবুল হক হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর, আব্দুল মজিদ খাঁন এমপি, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন সহ দলীয় নেতৃবৃন্ধ। পৗর মেয়র আয়ুব বখত জগলুলের মৃত্যুর খবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় সুনামগঞ্জ শহরে পৌছার পরর পরই জেলা শহর ছাড়াও জেলার প্রতিটি উপজেলায় রাজনৈতিক মহল ছাড়াও বিভিন্ন সামাজিক- সাংস্কৃতিক সংগঠন সহ সর্বমহলের লোকজনের মধ্যেই শোক বিরাজ করছে।
এদিকে ে