নেত্রকোনায় বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রান্তিক কৃষকদের নিয়ে উঠান বৈঠক

স্টাফ রির্পোটার: নেত্রকোনায় প্রান্তিক পর্যায়ে আওয়ামীলীগ ও নৌকার সফলতা সাধারণ মানুষের সামনে তুলে ধলার লক্ষ্যে জেলার কেন্দুয়া উপজেলার বিভিন্ন গ্রামের উঠান বৈটক করেছে কৃষকলীগ। কেন্দুয়া উপজেলা গ্রামীন কৃষকদের বিভিন্ন বিষয় নিয়ে কৃষক সুজন মিয়ার বাড়ীতে উঠান বৈটকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা সভাপতি কেশব রঞ্জন সরকার। এসময় প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরা হয় তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করা হয়। এর আগে উপজেলার বলাই শিমূল ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে রেইন্ট্রিতলা বাজারের কৃষকলীগের দলীয় কার্যালয়ে ও আশুজিয়া ইউনিয়ন কৃষকলীগের উদ্যোগে রামপুর বাজারে কৃষকলীগের কার্যালয়ে পৃথক পৃথক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান ভূইয়া,বলাই শিমূল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান, দলপা ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক তাজিম উদ্দিন ফকির,কৃষকনেতা আসাদুল মিয়া.আলিম উদ্দিন, নজরুল ইসলাম,হায়দার আলী খান,মুরাদ মিয়া, মাহবুবুল আলম ফারাস দিপুল,আলমগীর মিয়া সহ অন্যরা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।