শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিল পাশ হওয়ায় নেত্রকোনায় আনন্দ মিছিল

স্টাফ রির্পোটার : জাতীয় সংসদে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ আইন পাশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে নেত্রকোনার সবকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
মঙ্গলবার জেলা সদরের সাংস্কৃতিক সংগঠনসমূহ যৌথভাবে বিশাল আনন্দ মিছিল করে প্রধানমন্ত্রীকে এ অভিনন্দন জানায়।
বেলা ১২টায় জেলা প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। বাদ্য-বাজনা সহযোগে মিছিলটি স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।‘সম্মিলিত সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সমূহে’র ব্যানারে আয়োজিত এ আনন্দ মিছিলে নেত্রকোনা সাহিত্য সমাজ, প্রেসক্লাব, উদীচী, রেডক্রিসেন্ট সোসাইটি, মিতালী সংঘ, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, নারী প্রগতি সংঘ, মধুমাছি কচিকাঁচার আসর, শিকড় উন্নয়ন কর্মসূচি, সাংবাদিক সমিতি, খালেকদাদ চৌধুরী স্মৃতি সংসদ, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলন, জনউদ্যোগ, মহিলা পরিষদসহ অন্তত ২০টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান জানান, রবিবার জাতীয় সংসদে ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়’ আইন পাশ হয়। প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় নেত্রকোনায় এ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হবে। সদ্য পাশ হওয়া বিলটি গেজেট আকারে প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচনসহ অন্যান্য প্রাথমিক কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু হলে নেত্রকোনার আর্থ সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্রামলেন্দু পাল,স্বাবলম্বি উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, নেত্রকোনা উদীচীর সভাপতি মোজাম্মল হক বাচ্ছু,অধ্যাপক এমএম মঈনূল কাদের দারা, শিকর উন্নয়ন সমিতির সভাপতি রফিকুল ইসলাম আপেল, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের আহ্বায়ক খানে আলম খান, কবি স্বপন পাল, কৃষিবিদ আলতাফুর রহমান সেলিম, আলী আমজাদ খান আন্টু, এটিএম রাজ্জাক, শিকর উন্নয়ন সমিতির সম্পাদক জিয়াউর রহমান খোকন, জেলা রেডক্রিসেন্টের সেক্রেটারী গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, নেত্রকোনা সাহিত্য সমাজের সম্পাদক সাইফুল্লাহ ইমরান, নেত্রকোনা উদীচীর সম্পাদক নীলম বিশ্বাস রাতুল, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন,বিটিভির সাংবাদিক শিমুল মিলকী, চ্যানেল ২৪ এর সাংবাদিক হানিফ উল্লাহ আকাশ, সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।