
কেন্দুয়া প্রতিনিধি: শিশু মাহমুদুল হাসান। বয়স মাত্র চার বছর। এই বয়সেই সে আক্রান্ত হয়েছে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে। তাই শিশুটির মা-বাবাসহ পুরো পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। শিশুটিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তার পরিবার। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার ভার কিভাবে তারা বহন করবেন- এমন দুশ্চিন্তায় দুচোখে অন্ধকার দেখছেন শিশুটির মা-বাবা। নিষ্পাপ, কোমলমতি শিশু মাহমুদুল হাসান বাঁচতে চায়। তাই শিশুটির পরিবার তার চিকিৎসার জন্য সরকারসহ সহৃদয়বান বিত্তশালীদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছেন।
শিশুটির পিতা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন জানান, আমার একমাত্র পুত্রসন্তান চার বছরের শিশু মাহমুদুল হাসান মাসখানেক পূর্বে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাই। পরে সেখানকার চিকিৎসক আমার ছেলে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে বলে জানান।
বর্তমানে শিশুটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক প্রফেসর আতিকুল ইসলামের চিকিৎসাধীন রয়েছে বলেও জানান তিনি।
চিকিৎসক জানিয়েছেন শিশুটির দীর্ঘ মেয়াদী চিকিৎসার জন্য প্রায় ৭ লক্ষাধিক টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা শিশুটির পরিবারের পক্ষে যোগাড় করা কিছুতেই সম্ভব নয়। তাই চিকিৎসার জন্য সরকারসহ সহৃদয়বান বিত্তশালীদের কাছে আর্থিক সাহায্য শিশুটির পিতার বিকাশ এজেন্ট ০১৯১০৮৭৭৬৮৮ নম্বরে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন।