
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার জনপ্রিয় তরুণ কবি ও কথাসাহিত্যিক ইভান অনিরুদ্ধ’র এই প্রথম একসাথে তিনটি বই অমর একুশের বইমেলায়(২০১৮) প্রকাশিত হচ্ছে। ভিন্ন স্বাদের এই বই তিনটি আগ্রহী পাঠকদের পাঠ-পিপাসা মেটাতে সক্ষম হবে অচিরেই । বই তিনটি হচ্ছে -রিনির হাতদেখার পর(গল্প) , বিরহজোছনা (উপন্যাস) , যে যায় সব ছিন্ন করে যায় (কবিতা)।
গল্পগ্রন্হ -‘রিনির হাতদেখার পর’ প্রকাশিত হচ্ছে প্রতিভা প্রকাশ থেকে । প্রচ্ছদ করেছেন -রাজিব রায় , পৃষ্ঠা -৮০ ,মূল্য -১৫০ টাকা । বইটিতে যাপিত জীবনের ভিন্ন আঙ্গিকের মোট ১৬টি গল্প আছে । বইটির ফ্ল্যাপ লিখেছেন প্রখ্যাত গল্পকার এবং কথাসাহিত্যিক জাকির তালুকদার । তিনি লিখেছেন -‘আবহমান কাল ধরে গল্প কথনের ঐতিহ্য রয়েছে আমাদের । সেই ঐতিহ্যকে ধারন করে বর্ণমালা দিয়ে গল্প বলে যান ইভান অনিরুদ্ধ । সরল গদ্যে বলে যান জটিল আখ্যানমালাও । তখন আর জটিলতাগুলো জটিল থাকে না । গল্প শোনার মন্ত্রমুগ্ধতা ফিরে আসে আমাদের মনে ,বুকে , হৃদকেন্দ্রে ।’ ‘বিরহজোছনা’ উপন্যাসটিও প্রকাশ হচ্ছে প্রতিভা প্রকাশ থেকে । এর প্রচ্ছদ করেছেন রাজিব রায় , পৃষ্ঠা -১১২, মূল্য-২২০ টাকা । উপন্যাসের মূল উপজীব্য প্রেম-বিরহ-নিঃসঙ্গতা । উপন্যাসের ভূমিকায় কবি নির্মলেন্দু গুণ লিখেছেন -‘ সহজ কথা যায় না বলা সহজে । কিন্তু ইভান অনিরুদ্ধ’র লেখা পড়ে মনে হল, সহজ কথা যেমন খুব সহজ করে বলতে পারে সে, তেমনি কঠিন কথাও খুব সহজে বলতে পারার বিরল ক্ষমতা রপ্ত করেছে । তার গল্প বলার এই সাবলীল ভঙ্গিমাটি আমাকে আকৃষ্ট করেছে । বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল হুমায়ুন আহমেদের এই বিশেষ গুণটি ছিল । অচিরেই ইভান বাংলা উপন্যাসে দাপটের সাথে নিজের স্হায়ী আসন করে নিতে সক্ষম হবে । ইভান অনিরুদ্ধ’র প্রথম উপন্যাস ‘বিরহজোছনা’ সেই আভাস দিচ্ছে ।’
কবিতার বই -‘যে যায় সব ছিন্ন করে যায় ‘ প্রকাশ করছে বেহুলাবাংলা প্রকাশনী । প্রচ্ছদ শিল্পী -তৌহিন হাসান , পৃষ্ঠা -৬৪ , মূল্য -১৫০ টাকা । বইটিতে ভিন্ন মাত্রার মোট ৪৬টি কবিতা রয়েছে । জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে লেখা একটি দীর্ঘ কবিতাও আছে । এই বইয়ের ফ্ল্যাপ লিখেছেন কলকাতার লব্ধ প্রতিষ্ঠিত কবি সৌভিক বন্দোপাধ্যায় ।