
বিশেষ প্রতিনিধি: চাকুরী রাজস্ব করণের দাবীতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোনায় অবস্থান ধর্মঘট পালন করছে জেলায় কর্মরত কমিউনিটি হেল্থ প্রোবাইডাররা। মঙ্গলবার সকাল ৯ টা থেকে নেত্রকোনা সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ প্রকল্পের জেলার ১০ উপজেলার অন্তত ২ শতাধিক কর্মকর্তা কর্মচারী এ কর্মসূচীতে অংশ নেন।
এ সময় এক দফা দাবী তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা সিএইচসিপি এসোসিয়েশনের আহবায়ক ইকবাল হোসেন,সদস্য সচিব মাহবুব আলম,সাবেরাজ পারভিন জেনি সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
মঙ্গলবার জেলা শহরের জয়নগর এলাকায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচী পালন করেন। এতে জেলার ১০ উপজেলার ২২১ জন সিএইচসিপি অংশগ্রহন করেন।
২য় ধাপের প্রথম দিনে তারা জেলা পর্যায় অবস্থান কর্মসূচী পালন করে জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত বিভিাগীয় পর্যায়ে গিয়ে কেন্দ্রীয় ভাবে দূর্বার আন্দোলন গড়ে তুলবে।