প্রাণিসম্পদ সেবা সপ্তাহে নেত্রকোনায় র‌্যালি সমাবেশ

বিশেষ প্রতিনিধি: পাণি সম্পদ অধিদপ্তরের সেবা সপ্তাহ উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে সোমবার নেত্রকোনায় বর্ণাঢ্য র‌্যালি ও খামারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় জেলা শহরের মোক্তারপাড়া মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শংকর কুমার বসাকের সভাপতিত্বে ভ্যাটেনারী সার্জন ডাঃ রিজভী আহমেদের পরিচালনায় খামারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মোঃ খালিদ হোসেন। খামারী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সৈয়দ তাহেরা আইরীন, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, সদর উপজেলা অতিঃ কৃষি কর্মকর্তা সাবিনা আক্তার, ভ্যাটেনারী ফিল্ড এসিস্টেন্ট আব্দুস সাত্তার, ডেয়রী খামারী নূর হোসেন ও বয়লার খামারী মাহবুব আলম প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।