উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন – ডাঃ দিপু মনি

কলমাকান্দা থেকে শেখ শামীম: বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য আমাদেরই সংস্কৃতির অংশ। এগুলোকে আরো সমৃদ্ধ ও সুষ্ঠ সংরক্ষণ করে সকলের সামনে তুলে ধরার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে সব ধর্মের লোকজন সমান অধিকার পায়, তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী নাজিরপুর ইউনিয়নের নলছাপড়া উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার গারো সম্প্রদায়ের বার্ষিক ওয়ানগালা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি এসব কথা বলেন। এসময় দূর্গাপুর বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির সভাপতি ও নেত্রকোনার জেলা প্রশাসক ড.মোঃ মুশফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাস, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, জেলা পরিষদ চেয়ারম্যান-প্রশান্ত কুমার রায়, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি চন্দন বিশ্বাস ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর কালচারাল একাডেমীর পরিচালক শুভ্র চিরান প্রমুখ। গারো দেবতা মিসিং সালজংকে উৎসর্গ করে এই উৎসব পালন করা হয়ে থাকে। উলে¬খ্য গারোদের ওয়ানগালা উৎসবে ুদ্র নৃ-গোষ্ঠীর কলমাকান্দা ও দূর্গাপুরের ৭টি সাংস্কৃতিক দল অংশ গ্রহন করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।