হাওরের ফসল রক্ষা বেরীবাঁধের নির্মাণের দাবিতে মানববন্ধন

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের সকল উপজেলার বোরো ফসল রক্ষার বেরীবাঁধ নির্মাণ কাজ অবিলম্বে শুরুর দাবিতে হাওরবাসীর অংশ গ্রহনে মানববন্ধন কর্মসুচী ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। হাওর উন্নয়ন সংস্থার আয়োজনে তাহিরপুরের রামসার প্রকল্প ভুক্ত টাঙ্গুয়া ও শনির হাওরের সংযোগ তীরে শুক্রবার বিকেলে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, চলতি মৌসুমে নির্ধারিত সময়ের এক মাস অতিবাহিত হয়ে গেলেও জেলা সদর সুনামঞ্জ সহ জেলার ১১টি উপজেলার প্রায় ৯০ ভাগ বোরো ফসলী হাওরেই এখনো ফসল রক্ষার বেরীবাঁধ নির্মাণ কাজের শুরুই হয়নি। তাই অনতিবিলম্বে জেলার সকল বোরো ফসলী হাওররক্ষা বাঁধ নির্মঅণ কাজ শুরুর দাবি তুলেন বক্তারা।
এছাড়াও সমাবেশে বক্তারা , জেলার কোন কোন উপজেলায় হাওর রক্ষা বাঁধ প্রকল্পে পিআইসি কমিটি গঠনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে বলেন, বিগত মৌসুমের ন্যায় সঠিক সময়ে বাঁধ নির্মাণ কাজের শেষ না করা হলে কিংবা কোন ধরণের অনিয়ম দুর্নীতির মাধ্যমে বাঁেধর কাজে গাফিলতি করে বরাদ্দের টাকা আত্বসাত করে হাওরের ফসলকে ফের আগাম বন্যার ঝুঁিকর মধ্যে ফেলা হলে তা দায়িত্বশীল প্রশাসন, পাউবো ও পিআইসি কমিটিকেই দায়ভার গ্রহন করতে হবে।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ সাইদুল কিবরিয়া, তাহিরপুর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইবনুল সাঈদ রানা, রাসেল আহমদ, শিবলী আহমদ, কৃষক শ্যামল আলম, তামিম আহমদ প্রমুখ।’

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।