
মদন প্রতিনিধি: গণিত ও সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সেচ্ছা সেবক সংগঠন লেট’স ক্রিয়েট ক্লাবের উদ্যোগে শনিবার মদন পাবলিক হল প্রঙ্গনে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। নূরুজ্জামান সিফাতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়াম্যারন মোঃ রফিকুল ইসলাম আকন্দ, ইউএনও মোঃ ওয়ালীউল হাসান, আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কদ্দুছ, জেলা পরিষদ সদস্য আয়েশা আক্তার, ওসি মোঃ শওকত আলী, শিক্ষক নিত্যানন্দ পাল, বিশিষ্ট সাঁতারু ক্ষিতিন্দ্র চন্দ্র বৈশ্য ছাত্রলীগ নেতা সাঈফ আহমেদ, শাহরিয়র খান নবেল প্রমূখ। এ সময় জাহাঙ্গীরপুর টি আমিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিত্যানন্দ পাল ও সাঁতারের রেকর্ড সৃষ্টিকারী ক্ষিতিন্দ্র চন্দ্র বৈশ্যকে গুণীজন সংবর্ধনা দেয়া হয়। পরে গণিত ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।