নেত্রকোনায় জেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিশেষ প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এঁর ৮২তম জন্মদিন উপলক্ষ্যে নেত্রকোনা জেলা বিএনপির উদ্যোগে শুক্রবার সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় শহীদ জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নূরুজ্জামান, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব ভূঁইয়া, সৈয়দ জাহেদুল আলম, যুগ্ম সম্পাদক সালাহ্উদ্দিন খান মিল্কী, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, মশিউর রহমান মশু, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু, সহ সাধারণ সম্পাদক আমিনুল হক আমিন, আজিজুল হক, কোষাধ্যক্ষ এস এম মুসা, প্রচার সম্পাদক সেলিম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুখলেছুর রহমান খসরু, জেলা শ্রমিক দলের সভাপতি আদব আলী, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক সাবিনা দেওয়ান রনু, পারভীন আক্তার, সৈয়দ আজহারুল ইসলাম কমল, কৃষি বিষয়ক সম্পাদক সৈয়দ তোফায়েল আহমেদ, ওমর ফারুক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শ্যামল ভৌমিক, স্বেচ্ছাসেবক দলের নেতা শরীফুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, সিঃ সহ-সভাপতি সারোয়ার আলম এলিন, সহ-সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সামছুল হুদা শামীম, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।