
স্টাফ রিপোর্টার: র্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের বিশেষ অভিযানে ও কমান্ডার লেঃ এম শোভন খান, (এস), বিএন এবং স্কোয়াড কমান্ডার এএসপি জুয়েল চাকমার নেতৃত্বে¡ শীর্ষ সন্ত্রাসী, হত্যা ও চাঁদাবাজি মামলা সহ একাধিক মামলার আসামী “তাহের বাহিনী”র প্রধান আবু তাহের (৫৫),কে শুক্রবার ভোরে আটক করা হয়েছে।
আটক তাহের নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাইজুরা গ্রামের মৃত আঃ কাদিরের ছেলে। তার অপরাপর সহযোগীসহ বর্ণিত ঠিকানায় চোরাই মালামাল ও অবৈধ মাদক আমদানী করে কোন ধর্তব্য অপরাধ সংঘঠনের জন্য পরিকল্পনা করছে মর্মে গোপন সংবাদের প্রেক্ষিতে নেত্রকোনা জেলার কেন্দুয়া থানাধীন রাইজুরা গ্রামের আবু তাহের এর আধাপাকা বসত বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। এসময় আবু তাহের (৫০) কে গ্রেফতার করে । এসময় তল্লাশী করে ০১টি বিদেশী পিস্তল, ০১টি রিভলবার, ০৭ রাউন্ড গুলি ও ০২টি ধাঁরালো অস্ত্র উদ্ধার করে র্যাব। উল্লেখ্য যে আবু তাহের নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার তালিকা ভূক্ত সন্ত্রাসী। আটক তাহেরের বিরুদ্ধে একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানায় র্যাব।
গ্রেফতারকৃত আসামী মোঃ আবু তাহের (৫০) কে জিজ্ঞাসাবাদ কালে র্যাবকে জানায়, সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা সহ নেত্রকোনা জেলাসহ বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র সরবরাহ করে আসছিল। আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অৎসং অপঃ এর ১৯-অ ধারা মোতাবেক নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জাগোনিউজকে জানায় র্যাবের কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার ও সহকারী পরিচালক এএসপি মোঃ হাফিজুল ইসলাম বাবু।