
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে জনগণ আজ উন্নয়নের সুফল পাচ্ছেন। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে। এ জন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট চাইতে এসেছি’।
শুক্রবার বিকালে নেত্রকোনার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন আয়োজিত এক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এন্টাস মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ খায়রুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফেরদৌস রানা আনজু, কেন্দুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান ভূইয়া, স্বরমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক শেখ নূর মোহাম্মদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিরুল ইসলাম জামি, কেন্দুয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বিপুল, আটপাড়া যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রমুখ।
সভায় আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।