হাওরের ফসল রক্ষা বাধঁ নির্মাণে দুর্নীতি সহ্য করা হবে না- মেহেদী মাহমুদ

এস.এম.সারোয়ার খোকন: মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী মাহমুদ আকন্দ বলেছেন, হাওরের বাঁধ নির্মাণ কাজে কোন দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না। বাধঁ নির্মাণে সরকারী টাকার কোন সমস্যা নেই। আমরা হাওরে কৃষকদের পাশে থাকতে চাই। ব্যর্থতা আর নয়। কৃষকের মুখ হাসি দেখতে চাই।
মঙ্গলবার মোহনগঞ্জের হাওরে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচীর (খাবিটা) আওতায় হাওরের ফসল রক্ষা হাইজদা প্রকল্পের ৪১ লাখ টাকা ব্যয়ে জালালের কুড় প্রকল্পের ৩শ ১৫ মিটার অংশের নির্মান কাজ উদ্বোধন কালে তিনি এ কথাগুলো বলেন। এ উপলক্ষে বাঁধ এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে হাইজদা প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউএনও মোঃ মেহেদী মাহমুদ আকন্দের সভাতিত্বে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মোঃ আক্তারুজ্জামান, মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, পিআইসি কমিটির একাশের সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান, কৃষি অফিসার মফিজুল ইসলাম নাফিজ, গাগলাজুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব প্রমুখ। এলাকার কৃষকদের ফসল রক্ষার জন্য সরকার চলতি বোরো মৌসুমে ২৯ কিঃ মিটার বাঁধের বিভিন্ন অংশ পুনঃনির্মানের জন্য ২ কোটি ২১ লাখ ২৭ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। এ সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগন, এলাকার কৃষকগণ ও প্রকল্প কমিটির সদন্যবৃদ ছাড়াও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।