
মোঃ আনোয়ার হোসেন শরীফ, গৌরীপুর থেকে : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের সংরক্ষিত চার আসনে মহিলা সদস্য উপনির্বাচনের প্রচারবিহীন প্রজ্ঞাপন মনোনয়ন সংগ্রহ করতে না পারায় মঙ্গলবার উপজেলা নির্বাচন অফিসের সামনে বিক্ষুব্দ নারীনেত্রীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। পুনঃতফসিল না দিলে বিক্ষুব্ধ নারীনেত্রীরা ভোট বর্জনের ঘোষণা দেন। শুধুমাত্র পৌরসভা, গৌরীপুর ও বোকাইনগর ইউনিয়ন নিয়ে গঠিত ১নং আসনে ২নং মনোনয়নপত্র সংগ্রহ করার সুযোগ পান।
অবিলম্বে পুনরায় তফসিল প্রদানের দাবি বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলার দিলুয়ারা আক্তার, মইলাকান্দার ইউপি সদস্য জেসমিন আক্তার, গৌরীপুর সদর ইউনিয়নের শামছুন নাহার বেবী, অচিন্তপুর ইউনিয়নের মঞ্জুয়ারা খাতুন, শেফালী আক্তার, খোদেজা খাতুন, মাওহা ইউনিয়নে ফেরদৌসী, সহনাটী ইউনিয়নের শিখা রানী সূত্রধর, মমতাজ বেগম, সখিনা খাতুন, বোকাইনগরের ফেরদৌসী আক্তার, উম্মে কুলসুম, মোছা. ঝরনা আক্তার, রামগোপালপুর ইউনিয়নের নাসরিন আক্তার ফেরদৌসী, ডৌহাখলা ইউনিয়নের রীনা সরকার, ভাংনামারী ইউনিয়নের মাজেদা আক্তার, সিধলা ইউনিয়নের সেলিনা বেগম প্রমুখ।
অচিন্তপুর ইউনিয়নের মঞ্জুয়ারা খাতুন জানান, নির্বাচনের তফসিলের দেয়া প্রজ্ঞাপন ইউনিয়ন পরিষদে মঙ্গলবারও (১৬জানুয়ারি/১৮) পৌঁছেনি। অথচ সোমবারই মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়ে গেছে। পৌর কাউন্সিলার দিলুয়ারা আক্তার জানান, আমি সোমবার সাড়ে ৩টায় শোনেছি, মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম, তবে কাগজপত্র সংগ্রহ করে জমা দিতে পারি নাই। সহনাটী ইউনিয়নের শিখা রানী সূত্রধর জানান, মনোনয়ন সংগ্রহের সময় শেষ, চেয়ারম্যান ও সচিব আজ মঙ্গলবার জানিয়েছে এখনও তফসিল আসেনি। অচিন্তপুর ইউনিয়নের অপর প্রার্থী শেফালী আক্তার জানান, সোমবার রাতে খবর পেয়েছি, মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ। এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার সোমা যাদব জানান, নির্বাচন অফিসের নোটিশ বোর্ডে নোটিশ ঝুলিয়ে দেয়া হয়েছে। প্রচারণার পুরো দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসারের। তবে উপজেলা নির্বাহী অফিসারের নোটিশ বোর্ড, ইউনিয়ন পরিষদের কার্যালয় ও নোটিশ বোর্ড, মাইক সেন্টার খোঁজেও প্রজ্ঞাপনের প্রচারণার খোঁজ মিলেনি। বিনাপ্রচারে মনোনয়নপত্র সংগ্রহের সময় শেষ। ইউএনও মর্জিনা আক্তার জানান, সোমবার (১৫ জানুয়ারি/১৮) নির্বাচন অফিসারের সাথে কথা বলেনি, তিনি এ বিষয়ে আমাকে আগে কিছুই বলেনি। ময়মনসিংহের জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. মাহবুব আলম শাহ্ জানান, যেসব আসনে প্রার্থী পাওয়া যায়নি, সে বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষ জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।