বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের বিরুদ্ধে পরোয়ানা : প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে নেত্রকোনা সাংবাদিক সমাজের উদ্যোগে সোমবার দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান,প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, সাবেক সম্পাদক ম, কিবরিয়া চৌধুরী হেলিম, আলোকিত নেত্র পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান মহসিন, আলপনা বেগম, আর জে এফ সম্পাদক সুজাদুল ইসলাম ফারাসসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
এসময় বক্তারা বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।