
কলমাকান্দা প্রতিনিধি: জেলার কলমাকান্দা সদরে বেসরকারী সংস্থা আশা সোমবার সকালে সংস্থার উপজেলা কার্যালয়ে অনিয়মিত ঋণ গ্রহিতা সদস্যদের নিয়মিত করণের লক্ষ্যে দিনব্যাপী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রিজিওনাল ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যালয়ের যুগ্ম পরিচালক এ.এস.এম তৌহিদুল ইসলাম। ডিভিশনাল এসোসিয়েট আশরাফ ফারুক, প্রেসক্লাব সেক্রেটারী মো. ফখরুল আলম খসরু, সাংবাদিক মো. জাফর উল্লাহ, প্রান্ত সাহা বিভাস, আশা কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার ও মামুন আহম্মেদ প্রমূখ।