খালেকদাদ চৌধুরী স্মৃতি সাহিত্য সংসদের মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: খালেকদাদ চৌধুরী স্মৃতি সাহিত্য সংসদ, নেত্রকোনার উদ্যোগে গতকাল স্থানীয় দূর্বার গোষ্ঠী ভবনে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল নিয়মিত সাহিত্য চর্চার আসর ‘মাসিক সাহিত্য আড্ডা’।
খালেকদাদ চৌধুরী স্মৃতি সাহিত্য সংসদের সভাপতি সাহিত্যিক প্রফেসর ননী গোপাল সরকারের সভাপতিত্বে সাধারন সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী পরিচালনায় মাসিক সাহিত্য আড্ডায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সহচর, নেত্রকোনার কৃতি সন্তান বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত খালেকদাদ চৌধুরীর জীবন ও সাহিত্য কর্মের উপর আলোচনা করেন সাহিত্য সংসদের সহ-সভাপতি সাংবাদিক এ.কে.এম আবদুল¬াহ্, সাংগঠনিক সম্পাদক কবি মৃদুলা মৃদু, কবি মাজেদুল হক, তোফায়েল খান, মোঃ সাদ্দাম খান, অজয় কুমার সরকার, নূর হুসাইন, ইব্রাহিম মুসাফির ও আফরোজা সুলতানা রোজসহ অনেক কবি সাহিত্যিক।
সভায় আগামী ২ফেব্রুয়ারী প্রখ্যাত কথা সাহিত্যিক খালেকদাদ চৌধুরী ১১১তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।