
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার কৃষক সমাজের মাঝে বর্তমান সরকারের বিভিন্ন সাফল্যের দিক তুলে ধরার লক্ষে তৃর্ণমূল পর্যায়ের কৃষকদের নিয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দুয়া উপজেলা কৃষকলীগের উদ্যোগে গতকাল বিকেলে কৃষকলীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার।
উপজেলা কৃষকলীগের সভাপতি শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি এম এ ওয়াদুদ, থানা শ্রমীকালীগের সভাপতি শফিকুল ইসলাম,তরুণলীগের সভাপতি শরীফ উদ্দিন,ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ তমাল,তাজুল ইসলাম,নিতাইশীল ও আবুল কাশেম সহ অন্যরা বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে কেশব রঞ্জন সরকার বলেন,আগামী নির্বাচনে দেশের উন্নয়র্নেও স্বার্থে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।