তেথুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদ আর নেই

এস,এম,সারোয়ার খোকন: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক, তেথুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম মুরাদ (৫০) শনিবার রাতে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন ( ইন্নাহিল্লাহে – রাজেউন)। তার অকাল মৃত্যুতে নেত্রকোনা ৪ আসনের এমপি রেবেকা মমিন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ১ সাজ্জাদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক, মোহনগঞ্জ পৌর মেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, উপজেলা মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহীদ ইকবালসহ মোহনগঞ্জ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তার প্রথম জানাজা নামাজ মোহনগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। তিনি মৃত্যুকালে স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।