
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন আ’লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে সান্দিকোনা কলেজ মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল। ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজলের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগ সভাপতি নুরুল ইসলাম, এডভোকেট আব্দুল কাদির ভূঞা, পৌর মেয়র আসাদুল হক ভূঞা, পৌর আ’লীগ সভাপতি কামরুল হাসান ভূইঁয়া প্রমূখ। সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন । এ সময় অসীম কুমার উকিল বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। অধ্যাপক অপু উকিল তার বক্তব্যে বলেন,আগামীদিনে নৌকার বিজয়ের লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।