
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে চিকৎসারত সকল রোগীদের মাঝে মঙ্গলবার রাতে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রাত ৯টায় আকস্মিক নেত্রকোনা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান সহকর্মীদের নিয়ে কম্বলসহ হাসপাতালে শীর্তাত মানুষের নিকট হাজির হন। এসময় হাসপাতালে অবস্থানরত সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম খান এবং ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিলোৎপল তালুকদারকে নিয়ে হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগীদের শরীরে কম্বল পরিয়ে দেন।
এসময় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাধীন ২ শত রোগীর মাঝে কম্বল বিতরণ করা হয়। নেত্রকোনার প্রতিটি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে শীত বস্ত্র দেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। এছাড়া সারা জেলায় শীর্তাত প্রায় ৫৫ হাজার শীর্তাত মানুষকে শীত বস্ত্র দেয়া হয়েছে বলেও জানান তিনি।