বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি নেত্রকোনা শাখার র‌্যালী আলোচনা

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি নেত্রকোনা কর্তৃক আয়োজিত ঐতিহাসিক জাতীয়করণের ৫ম বর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রিকে প্রান ঢালা অভিনন্দন, আনন্দ র‌্যালী ও আলোচনা সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
আনন্দর‌্যালী নেত্রকোনা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ প্রাথমিক শিক্ষা কল্যাণ সমিতি নেত্রকোনা জেলা শাখার সভাপতি ছায়দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, রেড ক্রিসেন্ট সেক্রেটারী গাজী মোজাম্মেল হক টুকু, বাংলাদেশ প্রথমিক শিক্ষক কল্যাণ সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক শাহনাজ পারভীন প্রমুখ। এ সময় জেলা সদর সহ বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।