
মোঃ তোফাইল ইসলাম শাহীন: নেত্রকোনা পৌরসভা কর্তক বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকর ( সেক্টর) প্রকল্প ইউজিপ-৩) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর র্অথায়নে পুর্ব মালনী আমগাছ তল থেকে আমতলা রোড পর্যন্ত রাস্তা সি সি দ্বারা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার শহরের মালনী গাছ তলা এলাকায় উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন,পৗরমেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন, পৌর প্যানেলমেয়রÑ১ আমীর বাশার, নির্বাহী প্রকৌশলী কাজী নূরুন নবী, সহকারী প্রকৌশলী জাহিদুল হাসান, পৌর সচিব মোহাম্মদ ফারুক ওয়াহিদ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল হেলিম, বাজার পরিদর্শক (ভারঃ) সোহেল আল মাসুদ রাসেল, কর আদায়কারী কামরুল হাসান মামুন, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ ।