নেত্রকোনায় শীতার্ত মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের যৌথ উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় কাচারী রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শীতার্ত মুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আনুষ্ঠানিক ভাবে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন জেলা প্রশাসক ড.মোঃ মুশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নুরুল আমিন, হায়দার জাহান চৌধুরী,ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুল মতিন খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, সদর উপজেলা কমান্ডার আইয়ুব আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার নুরুল আমিন জানান, সদর উপজেলায় প্রায় চার শতাধিক শীতার্ত মুক্তিযোদ্ধার মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।