
ত্রিশাল প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা সভা মঙ্গলবার সকালে পারফেক্ট মডেল স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
পারফেক্ট মডেল স্কুলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবুজাফর রিপন। অনুষ্ঠান উদ্বোধন করেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী জামান লিজন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ডা. শহিদুল ইসলাম, সমাজ সেবক আবুল বাশার প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারফেক্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল আলম তুহিন। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।