ধর্মপাশায় এক মাসেই দু’টি ব্রিজ ভেঙে গেছে

মিঠু মিয়া ,ধর্মপাশা  প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুটি ব্রিজ এক মাসেই ভেঙে যাচ্ছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ধর্মপাশা সদরের জেলার বাজার সড়কে এবং চামরদানী ইউনিয়নের নন্দিপাড়ায় দু’টি ব্রিজ নির্মাণের এক মাস যেতে-না-যেতেই পলেস্তারা খসে পড়তে থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদাররা কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
জানা যায়, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ধর্মপাশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের মাধ্যমে উপজেলার বিভিন্ন সড়কের ওপর সাতটি ব্রিজ নির্মাণ করা হবে। প্রতিটির নির্মাণব্যয় প্রায় ৩৬ লাখ টাকা করে ধরা হয়েছে। ২০১৫-২০১৬ অর্থবছরে টেন্ডার আহ্বানের পর নির্ধারিত সময়ে সব ঠিকাদার প্রতিষ্ঠানের উপস্থিতিতে লটারির মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে নির্মাণকাজের দায়িত্ব দেয়া হলেও উপজেলা সদর ইউনিয়নের দেওলাবাজারসংলগ্ন সড়কের ওপর ব্রিজ নির্মাণের জন্য কাজ পায় নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার মেসার্স রাধা এন্টারপ্রাইজ। অন্য দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের নন্দিপাড়া ও কামারগাঁওয়ের মাঝখানে ব্রিজ নির্মাণকাজের দায়িত্ব পায় আবু সাইদ এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদার প্রতিষ্ঠান।
অভিযোগ রয়েছে ঠিকাদার মন্ত্রণালয়ের শিডিউল না মেনে নিমানের নির্মাণসামগ্রী দিয়ে ব্রিজ ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। ফলে এক মাস যেতে-না-যেতেই ব্রিজ দু’টিতে ফাটল ধরে ভেঙে পড়ছে। স্থানীয়রা জানান, যেখানে চার ও পাঁচ সুতা রড ব্যবহারের কথা ছিল সেখানে তিন সুতা রড দিয়ে নির্মাণকাজ শেষ করেছেন ঠিকাদারেরা।
ধর্মপাশা সদর ইউনিয়নের দেওলারবাজারের সড়কের ওপর একটি এবং চামরদানী ইউনিয়নের নন্দিপাড়া ও কামারগাঁওয়ের মধ্যবর্তী স্থানে একটি ব্রিজের ঢালাই খসে খসে পড়ছে। ঠিকাদারের লোকজন ফাটল ও খসে পড়া স্থানগুলোতে বালু ও সিমেন্টের প্রলেপ দিচ্ছে।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক উপসহকারী প্রকৌশলী বলেন, এলজিইডির ২৪ ফিট সড়কের ওপর পিআইও অফিস অপরিকল্পিতভাবে ১২ ফিট ব্রিজ নির্মাণ করছে। এলজিইডি অফিস যেসব নষ্ট পাথর রিজেক্ট করেছে সেই টেম্পারবিহীন পাথর ব্রিজে ব্যবহার করা হচ্ছে।
এ ব্যাপারে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে ওই কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত মো: মাহমুদুল হাসান বলেন, দেওলাবাজারের পাশের ব্রিজটি ঢালাইয়ের দিন বন্যার পানি আসায় ঢালাইগুলো খসে পড়ে যায়। আর নন্দিপাড়া-কামারগাঁওয়ের মাঝখানের ব্রিজটির কাজ নির্দেশনা না মেনে যেনতেনভাবে বাস্তবায়ন করায় ব্রিজটি ফেটে গেছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।