
টাঙ্গাইল প্রতিনিধি: শীর্ষ নৌ ডাকাত সিরাজ শিকদারের প্রধান সহযোগী ডাকাত আব্দুল হালিমকে (৩০) কে গ্রেফতার করেছে টাঙ্গাইলের র্যাব।
আজ সোমবার ভোরে টাঙ্গাইল সদর উপজেলার চর পৌলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড তাজা গুলী উদ্ধার করা হয়।
সকালে টাঙ্গাইল র্যাব অফিসে সংবাদ সম্মেলনে র্যাব ১২ এর ৩নং কোম্পানীর কমান্ডার মোহাম্মদ রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃত ডাকাত আব্দুল হালিম তার সহযোগীদের নিয়ে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর চর এলাকায় দীর্ঘদিন যাবৎ নৌ ডাকাতি ও খুনসহ সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে।