সাহসিকতাপূর্ণ কাজের জন্য বিপিএম পদক পেলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন পিপিএম সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃত স্বরূপ বাংলাদেশ পুলিশ পদক-সেবা (বিপিএম) পেয়েছেন। শরীয়তপুর জেলার চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, যে কোন ধরণের সহিংসতা, অপ্রীতিকর, বিশৃঙ্খলা ব্যতিত সুষ্ঠুভাবে সকল নির্বাচন সম্পন্ন, সফল মাদক ও মৎস্য অভিযান, “মানিক” এর অগ্রযাত্রায় কালো পথ থেকে ফিরে আসা কিছু মানুষের নতুন জীবনের উত্তরণ করেন তিনি। সমাজ ভাবনায় নিরন্তর মাদক বিরোধী চেতনা থেকে সামাজিক রূপায়ণ ‘মানিক’ মানিকের শাখা প্রশাখা বাংলাদেশের সকল জেলায় ছড়িয়ে দেয়া। এছাড়াও সুখী দাম্পত্য জীবনকে অনুপ্রাণিত করতে সাইফুল্লাহ আল মামুন এর ব্যতিক্রমধর্মী উদ্যোগ “দম্পতি মেলা” ১৭ এবং প্রতি বছর “ কোজাগরি চাঁদ” উৎসব আয়োজন করেন তিনি। এছাড়াও শরীয়তপুর পুলিশ লাইন্সে নির্মিত সাইবিতায় বঙ্গবন্ধু ম্যুরালকর্ম, দৃর্ষ্টিনন্দন স্যলুটিং ডায়েচ, শৈল্পিক সৌন্দর্য্য পুলিশ লাইন্স জামে মসজিদ নির্মাণ, দৃষ্টিনন্দন “হস্ত” ভাস্কর্য স্থাপন (পুলিশ অফিস), উইমেন এন্ড চাইল্ড সার্পোট সেন্টার, সু-স্বাস্থ্য নিশ্চিত করণের লক্ষ্যে পাঁচ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও শহীদ ওমর আলী প্যাথলজী সেন্টার স্থাপন, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় পিঠা বিক্রয়কারীদের মাঝে কাঁচ ও স্টীলের নির্মিত বক্স, পরিধেয় এ্যার্ফোর্ণ, মাথার স্কার্ভ ও হ্যান্ডগ্লোপ বিতরণ, এতিম গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুলিশ সুপারের বাইসাইকেল, ক্রিকেট সরঞ্জমাদি বিতরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল-কলেজে মাদকবিরোধী উদ্বুদ্ধকরণ সভাকরণ এর মাধ্যমে পুলিশ সুপার, শরীয়তপুর এর দেশাত্মবোধ, ন্যায়পরায়ণতা, উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তাধারা, আন্তরিকতার সাথে দায়িত্ব পালন, নিবিড় তত্ত্বাবধান এবং জনগণের কল্যাণে আত্মনিবেদিত এমন কর্ম পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন এই এসপি। সোমবার রাজধানীর রাজারবাগে আয়োজিত ‘পুলিশ সপ্তাহ-২০১৮’ উপলক্ষে অসংখ্য প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ এসপি সাইফুল্লাহ আল মামুনকে বিপিএম-সেবা পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসপি সাইফুল্লাহ আল মামুন ২০০১ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।