নেত্রকোনায় অটিজম বিদ্যালয়ের শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি: সুইড বাংলাদেশ পরিচালিত নেত্রকোনায় বুদ্ধি প্রতিবদ্ধী ও অটিজম স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রবিবার চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সুইড বাংলাদেশ-নেত্রকোনা’র সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম খান, জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, সুইড বাংলাদেশ নেত্রকোনার সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রধান শিক্ষিকা তানিয়া সুলতানাসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ। প্রতিযোগিতায় দৌড়, জাম্প, বিস্কুট দৌড়সহ বিভিন্ন আঙ্গিকে প্রতিবন্ধী শিশুরা অংশ গ্রহন করে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।