
এস,এম, সারোয়ার খোকন: নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত ল্গাসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার রবিবার উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আখম শফিকুল হক। ইউএনও (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নূরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার সুলতানা আনঞ্জুমারা খানম, এমএ মতিন সরকার। জ্বালানি গবেষনা ও ইনস্টিটিউটের সিনিয়র সাইন্টিফিক অফিসার মাসুদুর রহমান, মুহাম্মদ শাহরিয়ার বাসার, রাজিব বনিক , সাইন্টিফিক অফিসার বর্ণা রায় গোস্বামী, সাইন্টিফিক অফসিার মোঃ মাহফুজুল হাসান প্রমুখ।