
বিশেষ প্রতিনিধি: সুইড বাংলাদেশ পরিচালিত নেত্রকোনায় বুদ্ধি প্রতিবদ্ধী ও অটিজম স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রবিবার চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সুইড বাংলাদেশ-নেত্রকোনা’র সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা’র সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ তাজুল ইসলাম খান, জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী, সুইড বাংলাদেশ নেত্রকোনার সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রধান শিক্ষিকা তানিয়া সুলতানাসহ অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ। প্রতিযোগিতায় দৌড়, জাম্প, বিস্কুট দৌড়সহ বিভিন্ন আঙ্গিকে প্রতিবন্ধী শিশুরা অংশ গ্রহন করে।