
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার বর্নাঢ্য র্যালিও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল থেকে শহর ও আশো পাশের এলাকা ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিল সহকারে নেত্রকোনা শহীদ মিনার প্রাঙ্গনে এসে মিলিত হন।
পরে বেলা ১ টায় জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি এবং সাধারণ সম্পাদক দেওয়ান জনির নেতৃত্বে ছাত্রলীগের বিশাল আনন্দ র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি মতিয়র রহমান খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা অওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, আওয়ামী লীগ নেতা লেঃ কর্ণেল (অবঃ) নূর খান, আওয়ামী লীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ খান জনি, যুগ্ম আহ্বায়ক জামিউল হাসান জামি এবং দেওয়ান রণি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেওয়ান জনি প্রমুখ।
ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলার বিভিন্ন উপজেলাসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।