নেত্রকোনায় শীতার্তদের জেলা প্রশাসনের কম্বল বিতরন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত জেলা শহরের বড় রেলস্টেশন, কোর্ট রেলস্টেশন, আখড়া ও মদনপুর মাজারে অবস্থারত প্রায় তিন শতাধিক ভাসমান হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার জয়দেব চৌধুরী।
জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ও ত্রাণ ও পূনর্বাসন অফিসের কর্মকর্তাদের নিয়ে গত সোমবার রাত ১০টা থেকে জেলা শহরের বড় রেলস্টেশন, কোর্ট রেলস্টেশন, আখড়া ও মদনপুর মাজারে অবস্থানরত ভাসমান অসহায় হত-দরিদ্র শীতার্ত মানুষের মাঝে ঘুরে ঘুরে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন। এ সময় পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেনসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান জানান, প্রশাসনের উদ্যোগে প্রায় ৩ শতাধিক হত-দরিদ্র অসহায় নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।