গৌরীপুরে ১শ ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ দিলেন এমপি

মোঃ আনোয়ার হোসেন শরীফ, গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বুধবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ শ্লোগানে উপজেলার ১শ ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ল্যাপটপ প্রদান করেন মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ম. নূরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. ইকবাল হোসেন, আবু রায়হান, মোজাহিদুল ইসলাম, মো. জহির উদ্দিন, মেরিনা সুলতানা, ফারজানা আক্তার, প্রধান শিক্ষক সাইদা ইয়াসমিন, আমজাদ আলী, আরফান আলী প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।