গৌরীপুরে মাছ চুরির অভিযোগে গ্রেফতার-২

গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে মাছ চুরির অভিযোগে বুধবার শান্তিবাগের মৃত গজেন্দ্র চন্দ্র দাসের পুত্র প্রফুল্ল চন্দ্র দাস ও মাছুয়াকান্দার রুস্তম আলীর পুত্র মজিবুর রহমানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার আহাম্মদ জানান, পৌর শহরের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীর পুত্র কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলালের পুকুরে গভীররাতে জালপেতে মাছ চুরির সময় এলাকাবাসী আটক করে তাদেরকে পুলিশে সোর্পদ করে। তবে লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাছুয়াকান্দা গ্রামের আহাম্মদ আলীর পুত্র আব্দুল কাদির ও আব্দুল খালেকের পুত্র নজরুল ইসলাম। তাদেরকে গ্রেফতারে অভিযান চলছে। দেলোয়ার হোসেন দুলাল জানান, ওরা আন্তঃউপজেলা মাছ চোরাই সিন্ডিকেটের সদস্য। মজিবুর রহমান নিজে মৎস্যচাষী সেজে উপজেলার বিভিন্ন এলাকায় মাছ চুরি করে তার পুকুরে প্রথম নিয়ে আসে, তারপর বিক্রি করে আসছে।
মৎস্যচাষী জমির উদ্দিন সওদাগর, যমুনা মৎস্য প্রজনন কেন্দ্রের মালিক সিদ্দিকুর রহমান, জে.এ ফিসারিজের আবু তালেব চৌধুরী, ঝলক মৎস্য প্রজনন কেন্দ্রের মালিক আশীষ চৌহান, সওদাগর এন্টারপ্রাইজের মালিক মো. ইসলাম উদ্দিন সওদাগর জানান, গত দুই বছরে তাদের পুকুর থেকে প্রায় কোটি টাকার মাছ চুরি হয়েছে। চুরির আতঙ্কে পুকুরে নিয়মিত পাহারা বসিয়েও নিশ্চিন্তে রাত কাটাতে পারছেন না। পাহারাদের একটু আড়াল হলেই পুকুরের মাছ লুট করে নিয়ে যাচ্ছে এ সিন্ডিকেট সদস্য।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।