
মদন প্রতিনিধি: সোমবার বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিতে মদনের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব। এ উপলক্ষে নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমীতে অনুষ্ঠিত হয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আলোচনা সভা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, প্রভাষক মোহাম্মদ খায়রুল হক, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম হান্নান, প্রাক্তন ইউপি চেয়ারম্যান নূরুল আলম ছাদেক, সাংবাদিক পরিতোষ দাস, সহকারি শিক্ষক রিয়াজ উদ্দিন প্রমুখ। আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।