
বিশেষ প্রতিনিধি : সোমবার বছরের প্রথম দিনে নতুন বইয়ের গন্ধে মেতেছে নেত্রকোনার বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা। সকালে জেলা শহরের কাচারী রোডে নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মো. ওয়ালী উল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ কে এম রিয়াজ উদ্দিন প্রমূখ। পরে তিনি পর্যায়ক্রমে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়, নেত্রকোনা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, সাতপাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করা হয়।
নেত্রকোনা জেলা শিক্ষা অফিসার মো. ওয়ালী উল্লাহ জানান, এ বছর মাধ্যমিক পর্যায়ে ৩২ লাখ ৫ হাজার ৬শ১৫ শিক্ষার্থীর বই বিতরণ করা হয়। নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম রিয়াজ উদ্দিন জানান, প্রাথমিক শাখায় ১৯ লাখ ৪২ হাজার ২শ২৪ টি বই বিতরণ করা হয়।