
বিশেষ প্রতিনিধি: ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রলের উদ্যোগে সোমবার বেলা ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু ও পরিচালনা করেন সাধারন সম্পাদক অনীক মাহবুব চৌধুরী। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আশরাফ উদ্দিন খান,অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন খান মিল্কী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আলম এলিন, দেলোয়ার হোসেন, শামসুল হোদা শামিম, যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জিপু, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন খান প্রমুখ।