
আনিসুর রহমান: তৃণমূলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নেত্রকোণার বাংলা বাজারে বেসরকারী সংস্থা ‘আশা স্বাস্থ্য কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করেন প্রধান অতিথি আশার কনসালটেন্ট অসীম কুমার রায়।
পরে এক আলোচনা সভায় আশার জেলা শাখার ডিএম দেওয়ান ফরিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় ডিএ আশরাফ ফকির, শিক্ষানুরাগী অজিত কুমার সিংহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ অন্যরা। পরে স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগকৃত নার্সদের নিয়োগপত্র তুলে দেয়া হয়। বক্তারা বলেন, স্বাস্থ্য বিষয়ক গণসচেতনামূলক সভা, স্বল্পমূল্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ফিজিওথেরাপী প্রদান করা হবে।