নাটোরে বিজয় দিবস হকি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি: নাটোরে বিজয় দিবস হকি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নাটোর হকি দলকে ৩-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন ট্রফি ঘরে তুলে নেয় রাজশাহী সিপাহী পাড়া স্পেটিং ক্লাব। নাটোরে এই প্রথম নাটোর জেলা জেলা ক্রীড়া সংস্থা এই হকি টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে রাজশাহী ও রংপুর বিভাগের মোট ৮টি দল অংশ গ্রহন করে। গত ২২ ডিসেম্বর বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন হয়। নিয়মিত খেলা শেষে রবিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরুস্কার তুলে দেন নাটোরের পুলিশ সুপার বিপ্ল¬ব বিজয় তালুকদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল সহ অন্যান্যরা।
প্রথম বারের মত হকি টুর্নামেন্টের ফাইনাল দেখতে স্টেডিয়ামে ভিড় ছিল দর্শকদের। খেলায় প্রথামার্ধে গোল শূণ্য থাকলেও দ্বিতীয়ার্ধেই পর পর তিনটি গোল করে রাজশাহী সিপাহী পাড়া স্পেটিং ক্লাব। খেলায় ম্যান অব দা ম্যাচ হন রাজশাহী সিপাহী পাড়া স্পেটিং ক্লাবের নিলয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।