
মোঃ আনোয়ার হোসেন শরীফ, গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
প্রেসক্লাবের বিদায়ী সভাপতি বেগ ফারুক আহাম্মেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার, জেলা পরিষদ সদস্য এইচএম খায়রুল বাসার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক ডক্টর সামীউল আলম লিটন, মোর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কালাম মুহাম্মদ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, জাতীয় পাটির সহসভাপতি আব্দুল গফুর, পৌর কাউন্সিলার মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামূল হক সরকার, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ম. নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি, সহসম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, কাজী এমএ মোনায়েম, সাবেক সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন আহাম্মেদ, কমল সরকার, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, মোঃ রইছ উদ্দিন, আলী হায়দার রবিন, সাংবাদিক তিলক রায় টুলু, শামীম খান প্রমুখ। ১৯৮১সনের এই দিনে গঠিত হয় গৌরীপুর প্রেসক্লাব।