গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত

মো. আনোয়ার হোসেন শরীফ, গৌরীপুর প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে শনিবার ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ের ৫০বছরপূর্তিতে সুবর্ণ জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ।
ম্যানেজিং কমিটি সভাপতি মো. লুৎফর রহমান খানের সভাপতিত্বে সহকারী শিক্ষক মো. তফাজ্জল হোসেন ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রুহিদাস আচার্য্য, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান খান বাবুল, সাবেক সভাপতি আনিছুর রহমান খান,প্রধান শিক্ষক পবন চন্দ্র ধর, ইউনিয়ন মেম্বার শফিকুল ইসলাম বক্তব্য রাখেন। সাংস্কৃতিকপর্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক মোর্শেদুজ্জামান সেলিম বক্তব্য রাখেন। সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের বাউল শিল্পী কুদ্দুছ বয়াতী ও স্থানীয় শিল্পীবৃন্দ।
১৯৬৭সালে এই দিনে মাত্র ১৭জন ছাত্রছাত্রী নিয়ে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বিদ্যালয়টির প্রতিষ্ঠা শিক্ষানুররাগী আবু সাঈদ খান এ বিদ্যালয়ের যাত্রা শুরু করেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।