ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচনে শেখ মহিউদ্দিন সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার: উৎসব মুখর পরিবেশে শুক্রবার দুপুর ২.৩০ মিনিট থেকে ৫.৩০ মিনিট একটানা ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ৮৬ জনের মধ্যে ৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেছেন। নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের পদচারণায় উৎসব মুখর ছিল ক্লাব প্রাঙ্গণ।
ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাহী পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক ইত্তেফাক, রাইজিংবিডি ডটকমের নিজস্ব প্রতিবেদক ও চ্যানেল আই’র সাংবাদিক শেখ মহিউদ্দিন আহাম্মদ। তিনি দৈনিক যুগান্তরের ময়মনসিংহ ব্যুরো প্রধান আতাউল করিম খোকনকে ৬ ভোটে পরাজিত করেছেন। শুক্রবার রাতে প্রেসক্লাব নির্বাচনে ময়মনসিংহ প্রেসক্লাবের সিনিয়র সদস্য, রিটার্নিং অফিসার অ্যাডভোকেট এ. এইচ. এম. খালেকুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। সহকারী রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সাপ্তাহিক পরিধি’র ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুস সামাদ আজাদী। পদাধিকার বলে ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান সভাপতি হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন-মো. নওয়াব আলী (ইন্ডিপেন্ডেন্ট) ও অধ্যাপিকা রেবেকা ইয়াসমীন (দৈনিক জাহান)। কোষাধ্যক্ষ পদে নিয়ামুল কবির সজল (কালের কন্ঠ) , যুগ্ম সম্পাদক পদে সাইফুল ইসলাম (নয়াদিগন্ত), বিভাগীীয় সম্পাদক পদে অমিত রায় (যুগান্তর), আতাউর রহমান জুয়েল (একুশে টিভি), প্রকৌশলী নজরুল ইসলাম মো. মোস্তাফিজুর রহমান নির্বাচিত হন। সদস্য পদে বিজয়ীরা হলেন-অ্যাডভোকেট আনিসুর রহমান হাতেম, অ্যাডভোকেট আনোয়ারুল হাসান রুমি, ডা. কে.আর ইসলাম, মীর গোলাম মোস্তফা (সমকাল), মো. বাবুল হোসেন (একাত্তর টিভি ও জনকণ্ঠ), রবীন্দ্রনাথ পাল (আজকের বাংলাদেশ) ও মো. আব্দুল হাশিম (দৈনিক জাহান)।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।