
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলায় পিএসসিতে বালকদের চেয়ে বালিকারা ভালো ফলাফল করেছে। মোট ১৭৭৭ জন জিপিএ-৫ প্রাপ্তর মধ্যে ৮৭৯ জন বালক এবং ৮৯৮ জন বালিকা জিপিএ-৫ পেয়েছে। বালকদের চেয়ে ১৯ জন জিপিএ ৫ বেশী পেয়েছে।
নেত্রকোনায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪,৯০৮ জন। শনিবার বেলা ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম রিয়াজ উদ্দিন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমানের নিকট পিএসসির রেজাল্ট হস্তান্তর করেন। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন। এদিকে ইবতেদায়ী পরীক্ষায় জেলায় ১০ জন জিপিএ-৫ পেয়েছে।