নেত্রকোনায় ছেলেদের চেয়ে মেয়েদের জিপিএ ৫ বেশি

বিশেষ প্রতিনিধি: নেত্রকোনা জেলায় পিএসসিতে বালকদের চেয়ে বালিকারা ভালো ফলাফল করেছে। মোট ১৭৭৭ জন জিপিএ-৫ প্রাপ্তর মধ্যে ৮৭৯ জন বালক এবং ৮৯৮ জন বালিকা জিপিএ-৫ পেয়েছে। বালকদের চেয়ে ১৯ জন জিপিএ ৫ বেশী পেয়েছে।
নেত্রকোনায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৪,৯০৮ জন। শনিবার বেলা ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম রিয়াজ উদ্দিন জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমানের নিকট পিএসসির রেজাল্ট হস্তান্তর করেন। এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন। এদিকে ইবতেদায়ী পরীক্ষায় জেলায় ১০ জন জিপিএ-৫ পেয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।