
কেন্দুয়া প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও ডিজিটাল ক্লাস রুম চালুর লক্ষে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব ল্যাপটপ বিতরণ করা হয়। ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোনা-৩ আসনের এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। সহকারি শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, সহকারি কমিশনার (ভূমি) শিরিন সুলতানা, কেন্দুয়া থানার ওসি মো. সিরাজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙ্গালী, কামরুজ্জামান খান সোহাগ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেকুল ইসলাম খান, প্রধান শিক্ষক কামাল আহমেদ, সুরাইয়া বেগম প্রমুখ।