
বিশেষ প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়ন থেকে ১১০ পিস ইয়াবাসহ মো. ইকবাল হোসেন (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার ভোরে ওই ইউনিয়নের কামালপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক নাজমুল হাসান জানান, ইকবালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।