নেত্রকোনায় সাংবাদিক শাহ্জাদা আকন্দ’র মাতৃবিয়োগ

বিশেষ প্রতিনিধি: সন্তান, আত্মীয়স্বজন ও প্রতিবেশিসহ সকলকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন নেত্রকোনার সাংবাদিক শাহ্জাদা আকন্দের মা রাবিয়া আকন্দ (৮৩)।
শনিবার দিবাগত রাতে জেলা শহরের হাসপাতাল রুটের নিজ বাসভবনে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি … রাজইউন)।
সাংবাদিক শাহ্জাদা আকন্দ জানান, বার্ধক্যজনিত কারণে তার মা দীর্ঘদিন ধরে শারীরিক নানাবিধ সমস্যায় ভোগছিলেন। রোববার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ পূর্বধলা উপজেলার খালিশাউড় ইউনিয়নের গৌরান্দা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।