
স্টাফ রিপোর্টার: নেত্রকোনার দুর্গাপুরে জঙ্গী বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“মানবতা বিরোধীদের প্রতিহত করি, সন্ত্রাস ও জঙ্গিবাদকে না বলি, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে, বৃহষ্পতিবার বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে হলে জঙ্গী বিরোধী গণস্বাক্ষর সংগ্রহ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির বাস্তবায়নে জঙ্গীবিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি প্রবীণ রাজনীতিবিদ, সমাজসেবক মতিয়র রহমান খান।
বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম সমন্বয় জাতীয় কমিটির বাস্তবায়নে জঙ্গীবিরোধী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, প্রবীন রাজনীতিবিদ, সমাজসেবক মতিয়র রহমান খান।
দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন আলী আজাদ-এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌর মেয়র আব্দুস সালাম, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ পলাশ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে মতিয়র রহমান খান বলেন, আজকে বাংলাদেশকে বিশ্বনেত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের মডেল হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরেছেন। সাড়া বিশ্ব আজ বাংলাদেশের দিকে তাকিয়ে আছে।
আলোচনা অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে নিজেদের জঙ্গী বিরোধী অবস্থান থেকে গণস্বাক্ষর প্রদান করেন। পরে জঙ্গী বিরোধী গণস্বাক্ষর কমিটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র “গেরিলা” ও “আগুনের পরশমণি” প্রদর্শন করা হয়।