
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলা বিএনপির নব ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর কুশ পুত্তলিক দাহ করেছে জেলা বিএনপির একাংশ।
বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির একাংশের উদ্যোগে এই প্রতিবাদ মিছিলটি শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশ শেষে যুব দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সুলতান সালাহ্উদ্দিন টুকুর কুশপুত্তলিকা দাহ করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র একাংশের বহিস্কৃত সহ-সভাপতি হাসানুজ্জামান শাহীন, যুব দল সভাপতি আহমেদুল হক শাতিল, যুবদল সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ অন্যন্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন জেলা বিএনপির নতুন কমিটি বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।